Formatting
ফরম্যাটিং এর আরোও কিছু প্রয়োজনীয় ট্যাগসমূহঃ
১৩। প্যারাগ্রাফ আকারে প্রদর্শন করার জন্য
<p> This is paragraph text. </p>
১৪। লেখাকে শিরোনাম আকারে প্রদর্শনের জন্য ছয় প্রকার হেডিং ট্যাগ
<h1> Hading one </h1> <h2> Hading two </h2> <h3> Hading three </h3> <h4> Hading four </h4> <h5> Hading five </h5> <h6> Hading six </h6>
যেমনঃ
১৫। অর্ডার লিষ্ট আকারে প্রদর্শনের জন্য
Hading one
Hading two
Hading three
Hading four
Hading five
Hading six
১৫। অর্ডার লিষ্ট আকারে প্রদর্শনের জন্য
<ol> text </ol>
১৬। আন অর্ডার লিষ্ট আকারে প্রদর্শনের জন্য
<ul> text </ul>
১৭। লিষ্ট আকারে প্রদর্শনের জন্য
<li> text </li>
১৮। ওয়েব পেইজের লেখাকে বিভিন্ন টাইপ, রং ও সাইজে পরিবর্তনের জন্য
<font face="arial" color="red" size="16"> Text for font tag. </font>
এখানে
- face অ্যাট্রিবিউট দ্বারা বিভিন্ন ধরনের ফন্টে পরিবর্তন করা যায়।
- color অ্যাট্রিবিউট দ্বারা ফন্টের বিভিন্ন কালার পরিবর্তন করা যায়।
- size অ্যাট্রিবিউট দ্বারা ফন্টের সাইজ নির্ধারণ করা যায়।
HTML এ বিভিন্ন রংয়ের জন্য কোডঃ
| রং | Name | RGB |
|---|---|---|
| বেগুণী | violet | "#EE82EE" |
| নীল | blue | "#0000FF" |
| আসমানী | sky | "#87CEEB" |
| সবুজ | green | "#00FF00" |
| হলুদ | yellow | "#FFFF00" |
| কমলা | orange | "#FFA500" |
| লাল | red | "#FF0000" |
| সাদা | white | "#FFFFFF" |
| কালো | black | "#000000" |
HTML এ ফরম্যাটিং করার উপায়ঃ (পার্ট ১)
বিঃ দ্রঃ ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে।

0 comments:
Post a Comment