অ্যালগরিদমঃ
(১) প্রোগ্রাম শুরু।
(২) ইনপুট হিসাবে a এর মাধ্যমে গ্রহণ।
(৩) তুলনাঃ a এর মান কী ০ এর চেয়ে বড়?
(ক) যদি হাঁ হয় তবে ধনাত্বক হিসাবে প্রদর্শন করবে।
(খ) যদি না হয় তবে ৪ নং এ গমন।
(৪) তুলনাঃ a এর মান কী ০ এর চেয়ে ছোট ?
(ক) যদি হাঁ হয় তবে ঋণাত্বক হিসাবে প্রদর্শন করবে।
(খ) যদি না হয় তবে সংখ্যাটি শুন্য হবে।
(৫) প্রোগ্রাম শেষ।
ফ্লোচার্টঃ
প্রোগ্রামঃ
#include<stduo.h> #include<conio.h> main () { clrscr(); int a; printf("Enter the number:"); scanf("%d", &a); if(a > 0) printf("The number is positive."); else if(a < 0) printf("The number is negative."); else printf("The number is zero."); getch(); }
এর আউটপুট হলোঃ
বিঃ দ্রঃ ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে।
Nice post. You can get more code here. HSC ICT Programming Code for Practical
ReplyDeleteএকটি সংখ্যা positive না negative অথবা zero কিনা, তার পোগ্রাম লিখ।
ReplyDelete