Saturday, April 30, 2016

8:30 AM
2

HTML Tag


HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এটি একটি ডকুমেন্ট। কারন এই ডকুমেন্ট তৈরি করা হয় একসেট মার্কআপ (Mark Up) ট্যাগের সমন্বয়ে। একটি ওয়েব পেইজে বিভিন্ন উপাদান কিভাবে কোথায় প্রদর্শিত হবে তা নির্ভর করে মার্কআপ ট্যাগের উপর। মার্কআপ ট্যাগকে HTML ট্যাগও বলা হয়।
  • ট্যাগগুলোকে এঙ্গেল ব্রাকেটের (< >) মধ্যে লিখতে হয়ে।
  • ট্যাগে সাধারনত শুরু (opening tag) ও শেষ (closing tag) ট্যাগ থাকে।
  • শেষ ট্যাগে forword slash (/) দিতে হয়।

HTML Tag এর syntax:

<tag> Content </tag>

যেমনঃ
 <b> This is bold text. </b> 

এখানে,

    <b> Opening tag ও </b> Closing tag এবং This is bold text. হলো Content ।


HTML ট্যাগের প্রকারভেদঃ

HTML ট্যাগ দুই ধরনের। যেমনঃ

১। এমপ্টি ট্যাগ (Empty tag): যে ট্যাগগুলোতে শুরুর ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই তাকে এমপ্টি ট্যাগ বলে।
যেমনঃ <br />, <hr />, <img /> ইত্যাদি।

২। কনটেইনার ট্যাগ (Container tag): যে ট্যাগুলোতে শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ আছে তাকে কনটেইনার ট্যাগ বলে। যেমনঃ <b>--</b>, <u>--</u> ইত্যাদি।

বিঃ দ্রঃ ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে।

2 comments:

  1. খুবই সুন্দর পোস্ট
    html ট্যাগ এবং syntax এর পাশাপাশি html কি এবং এর মৌলিক বিষয় সমূহ জানাটাও খুব জরুরী।

    ReplyDelete

 
Top