HTML
Hyper Text Mark-up Language এর সংক্ষিপ্ত রূপ হলো html যা ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। এটি কোন প্রোগ্রামিং ভাষা নয়, এটি একটি ডকুমেন্ট।
এটি দ্বারা ওয়েব পেইজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজানো বা ফরমেট করা যায়।
জেনেভায় অবস্থিত CERN (European Organization for Nuclear Research) এ কাজ করার সময় টিম বার্ণার লী ১৯৯০ সালে সর্বপ্রথম html আবিষ্কার করেন।
বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন Notepad, Word ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, Adobe Dreamweaver, Macromedia Dreamweaver, CoffeeCup HTML Editor ইত্যাদি দ্বারা html ডকুমেন্ট তৈরি করা যায়। শুধু ফাইলের এক্সটেনশন পরিবর্তন করে .html বা .htm করতে হয়। এর জন্য ডকুমেন্ট সংরক্ষণ করার সময় "Text only with Line Breaks" ফরমেট বা Save As HTML অথবা Save As Webpage বেছে নিতে হয়।
HTML - এর গঠনঃ
<html> <head> <title> -------- </title> </head> <body> ---------------- ---------------- </body> </html>
HTML - এর সুবিধাঃ
১। HTML coding এবং syntax সহজ হওয়ায় খুব দ্রুত static web page তৈরি করা যায়।
২। HTML এর সাথে বিভিন্ন স্ক্রিপটিং ল্যাংগুয়েজ যেমন- Java Script, PHP, CSS, ASP ইত্যাদি ব্যবহার করে dynamic web page তৈরি করা যায়।
৩। অক্ষর ছোট বা বড় হাতের হলে HTML ডকুমেন্টে কোন সমস্যা হয় না।
৪। HTML শিখার জন্য কোন প্রোগ্রামিং নলেজ দরকার হয় না।
৫। সহজে ওয়েব ফর্ম ডিজাইন ও টেমপ্লেইট গঠন করা যায়।
৬। কোন থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র HTML দিয়ে ওয়েব পেইজে সহজে অডিও, ভিডিও এবং অ্যানিমেশন যুক্ত করা যায়।
৭। বর্তমানে ওয়েব পেইজ তৈরিতে XML ব্যবহার করা হয়। তবে XML এর সাথে HTML এর মিল থাকায় HTML জানা থাকলে XML সহজে শিখা যায়।
Notepad++ ডাউনলোড করতে চাইলে নিচের লিংকে ক্লিক করতে হবে।
বিঃ দ্রঃ ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে।
0 comments:
Post a Comment