HTML Attribute
HTML এর ইলিমেন্টঃ
একসেট মার্কআপ ট্যাগের সমন্বয়ে তৈরি। অধিকাংশ মার্কআপ ট্যাগই হলো কনটেইনার ট্যাগ। কনটেইনার ট্যাগের শুরু ও শেষ ট্যাগের মাঝে যা কিছু যেমন- টেক্সট, ছবি, লিঙ্ক ইত্যাদি রাখা হয় তাকে HTML ইলিমেন্ট বলে।
যেমনঃ<b> This is bold text.</b> <i> This is bold text.</i> <u> This is bold text.</u>
এর আউটপুট হলোঃ
This is bold text.
This is bold text.
This is bold text.
HTML এর অ্যাট্রিবিউটঃ
ট্যাগের সঙ্গে অ্যাট্রিবিউট যোগ করলে ইলিমেন্টকে আরও সুন্দর ভাবে ব্রাউজারে উপস্থাপন করা যায়। এর জন্য
- অ্যাট্রিবিউটিকে opening tag - এর মধ্যে লিখতে হয়।
- অ্যাট্রিবিউটের নামের পর সমান (=) চিহ্ন দিয়ে ভ্যালু বা মান দিতে হয়।
- অ্যাট্রিবিউটের ভ্যালু কোটেশন চিহ্নের (" ") মধ্যে দিতে হয়।
- অ্যাট্রিবিউটের মান ও ভ্যালু ছোট বা বড় হাতের অক্ষর হলে সমস্যা হয় না।
যেমনঃ
<p align="left">This is paragraph.</p> <b align="center"> This is bold text.</b> <img align="right" src="url" />
এখানে align অ্যাট্রিবিউট যোগ করে লেখা ও ছবিটিকে left, center, right, justify এই চারটি ভাবে সাজানো যায়।
বিঃ দ্রঃ ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে।
0 comments:
Post a Comment