Formatting
ওয়েব পেইজের টেক্সটগুলোকে বিভিন্ন গঠনে সাজিয়ে উপস্থাপনের প্রক্রিয়াকে বলা হয় ফরম্যাটিং। এর সাহায্যে লেখাকে ছোট, বড়, আন্ডারলাইন, বোল্ড, ইটালিক ইত্যাদি আকারে ওয়েব পেইজে উপস্থাপন করা যায়। এর জন্য বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। নিম্নে কিছু ট্যাগ উল্লেখ করা হলোঃ
১। লেখাকে Bold আকারে প্রদর্শন করার জন্য
<b> This is bold text. </b>যেমনঃ This is bold text.
২। লেখাকে Italic আকারে প্রদর্শন করার জন্য
<i> This is italic text. </i>যেমনঃ This is italic text.
৩। লেখাকে Underline আকারে প্রদর্শন করার জন্য
<u> This is underline style. </u>যেমনঃ This is underline style.
৪। লেখাকে ছোট আকারে প্রদর্শন করার জন্য
<small> This is small text. </small>যেমনঃ This is small text.
৫। লেখাকে বড় আকারে প্রদর্শন করার জন্য
<big> This is big text. </big>যেমনঃ This is big text.
৬। লেখাকে একটু উপরে প্রদর্শন করার জন্য
<sup> This is superscripte text. </sup>যেমনঃ a 2+b2
৭। লেখাকে একটু নিচে প্রদর্শন করার জন্য
<sub> This is subscripte text. </sub>যেমনঃ a3+b3
৮। লেখাকে হাইলাইট করে প্রদর্শন করার জন্য
<strong> This is strong text. </strong>যেমনঃ This is strong text.
৯। লেখাকে কোটেশনের মধ্যে প্রদর্শন করার জন্য
<q> This is quation text. </q>যেমনঃ
This is quation text.
১০। এক লাইন ফাকা করার জন্য
<br />
১১। সমান্তরাল লাইন প্রদর্শন করার জন্য
<hr />
১২। বিশেষ উদ্ধৃতি প্রকাশ করার জন্য
<blockquote>This is blockquote text. </blockquote>যেমনঃ
This is blockquote text.
HTML এ ফরম্যাটিং করার উপায়ঃ (পার্ট ২)
বিঃ দ্রঃ ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে।
0 comments:
Post a Comment