Hyperlink
হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেইজের সাথে অন্য একটি ওয়েব পেইজের অথবা একটি ফাইলের সাথে অন্য একটি ফাইলের সংযোগ স্থাপন করা। হাইপারলিঙ্ক দিয়ে একটি শব্দের উপর বা অনেকগুলো শব্দের উপর বা কোন ইমেজের উপর লিঙ্ক দেওয়া যায়। ওয়েব পেইজের যে অংশটিকে হাইপারলিঙ্ক তৈরি করা হয় সেই অংশে মাউসের কার্সর নেওয়া হলে কার্সরটি একটি ছোট আকৃতির হাতের মতো হয়ে যায়।
HTML এ <a> ট্যাগ এর সাথে href অ্যাট্রিবিউট যোগ করে হাইপারলিঙ্ক স্থাপন করা হয়।
এর সিনটেক্স নিম্নরূপঃ
<a href="url"> text </a>
এখানে,
- <a> হলো এঙ্কারট্যাগ
- href অ্যাট্রিবিউটটি একটি লিঙ্কের গন্তব্য নির্ধারণ করে।
- url এর মধ্যে যে ঠিকানা থাকে তার সাথে লিঙ্ক তৈরি হয়।
- text এ যা লেখা হয় তা ওয়েব পেইজে প্রদর্শন করে।
ডিফল্ট হিসাবে ব্রাউজারে লিঙ্কগুলি নিম্নরূপে থাকেঃ
- অদেখা লিঙ্ক আন্ডারলাইন ও নীল হয়।
- দেখা লিঙ্ক আন্ডারলাইন ও বাদামী হয়।
- সক্রিয় লিঙ্ক আন্ডারলাইন ও লাল হয়।
যেমনঃ
পেইজের সাথে পেইজের লিঙ্কঃ
<a href="page 1.html"> Page 1 </a> <a href="page 2.html"> Page 2 </a>
পেইজের সাথে ওয়েব সাইটের লিঙ্কঃ
<a href="http://www.google.com/"> Google </a> <a href="http://www.facebook.com/"> Facebook </a>
বিঃ দ্রঃ ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে।
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.